Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দুঃখ-ভালোবাসা-সুখ

: | : ০২/১২/২০১৩

 

দুঃখ ভালোবাসার জন্ম দেয়

না কি ভালোবাসা দুঃখের ?

অনেক দুঃখেও ভেসে ওঠে

কারো ছবি মনের কোণে

তার শীতল ছোঁয়া পাবার আশায়

অথবা ভালোবাসলে

তোমার এতটুকু না পাওয়ায়

দুঃখে ভাসে হৃদয় । 

 

মনের মানুষী আমার

ভালোবাসার অনুভূতিটা তুমিই শিখিয়েছো

তোমার সাথে পথচলা

ছোট ছোট খুনসুটি,

তোমার অভিমানে মুখ লুকানো

আমাকে উদ্বেলিত করে…..

তবুও তোমার হাতটি ধরে থাকা

ভুল করে হলেও ভাবা

আমার হাতেই তোমার নিশ্চিন্ততা

আমি দুঃখে অনুভব করি

তোমার পাশে না থাকায়

ঘুম থেকে উঠে

বিছানার পাশে তোমার স্পর্শ না পাওয়ায়

আমি বিমর্ষ হই

কৃঞ্চচুড়ার লাল, হলুদ ফুল জরানো

রাস্তায় হাটার সময়

তোমার হাতটি

আমার হাতের মুঠোয় না পাওয়ায়…

তোমার ভালোবাসা আমাকে দুঃখ শেখায় ।

তুমি না থাকলেও আমি বিমর্ষ হই

ভেঙ্গে খন্ড খন্ড হই

তবুও নতুন করে কিছু ভাবতে পারিনা

প্রশ্নটা মনে উকি দিয়েই যায়…

দুঃখ ভালোবাসার জন্ম দেয়

না কি ভালোবাসা দুঃখের ?

 

প্রেয়সী আমার,

তুমি পাশে থাকো বলেই

আমি স্পৃহানিত হই,

মনের তীব্র জোড় পাই ভালোবাসার শক্তিতে

তুমি ভালোবাসো বলেই

দুঃখে বার বার জয়ী হই

ভালোবাসাতেই দুঃখের নিঃশেষ হয় ।

 

সাঈদ চৌধুরী   

রচনাকাল ২৯/১১/২০১৩ ইং (রাত ১১.৩০ মিনিট)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top