Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

দুঃখ হয়

: | : ০২/১২/২০১৩

দুঃখ হয় যখন কেউ অস্বীকার করে তার অস্তিত্বকে।

কেমন লাগে যখন ঈশপের গল্পে দেখ

সাপ ছোবল দিচ্ছে তাকেই বাঁচানো কৃষকের বুকে।

 

দুঃখ হয় যখন মানুষের মাঝে দেখি সেই সাপটাকে।

ঘৃণা করি, নির্লজ্জের মত নর পুড়িয়ে উল্লাসের

সময় তার চোখের নাচন, তার লালচে ডাইনী মুখটাকে।

 

দুঃখ হয় আরও যখন দেখি নিজকে শিক্ষিত দাবিদার,

কিছু কুলাঙ্গার দাবী করে ডাইনীকে পরী।

ঘৃণা করি এসব জ্ঞ্যানপাপীদের, তোদের জন্যই নরকদ্বার।

 

শামস রাসিদ

 

পুনশ্চঃ লিখবনা এদের নিয়ে ভেবেছিলাম। কিন্তু লিখেই ফেললাম নিজকে হাল্কা করার জন্য।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top