Top today
অভিযোগ
চড়া ই পাখি চড়াই পাখি
কিচির মিচির ডাকি ডাকি ।
চালের কোণে গুনে গুনে
খর কটু কুড়িয়ে এনে ।
অনেক দিনের সুপ্ত আশা
মজবুত একখান গড়বে বাসা ।
স্বামী স্ত্রী মিলে মিশে
বাসা তৈরী করলো শেষে ।
খাট পালংক নে ইতো কিছু
মনের সুখই সকল কিছু ।
একদিন একজন দস্যু এসে
সুখের ঘরে অবশেষে
হানলো আঘাৎ ভাংলো সে ঘর
চড়া ই দিয়ে তার পাখায় ভর ।
শূন্যে উড়ে চলল তারা
সুখের এ ঘর ভাংলো যারা
তাদের বিচার চা ইবে সেথা
খোদার দরবার আছে যেথা ।