Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার পরাজয় শেফালী

: | : ০৩/১২/২০১৩

আমি তোমাকেই খুঁজে এলাম শেফালী
রাতের কন কনে শীতে ,
ঘুরে এলাম দুজনে তোমার হাঁটা পথে
পেলাম শেষে আমার সীমানায় এসে দাঁড়াতে ।

আমি বুঝিনি তুমি আমার কাছেই আছো
বাজার নিয়ে দাঁড়ীয়ে হাতে ,
তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি
দেখেছি তখনই তোমায় প্রথম তাকাতে ।

আমি তাকিয়ে দেখেছি দূর হতে
তুমি কোন দিকে চলে যাও ,
তোমার পিছে পিছে চল্লাম আমি ও
না যেন তুমি কোথাও হারাও ।

আমি দাঁড়ীয়ে আছি তোমার পথে
জানি শেফালী তুমি এ পথেই আসবে ,
তোমায় দেখবো দুচোখে আবারও একবার
তা-না হলে দুচোখ জলে ভাসবে ।

জানিনা কোথায় হারালে তুমি তখন
আমি তোমার পথে চেয়ে চেয়ে সময় করেছি ক্ষয় ,
তুমি আসোনি সে পথে তখন আর
তোমার ভাগ্যের কাছে আজ আমার হলো পরাজয় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top