Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“তুমি কথা রাখনি”

: | : ০৩/১২/২০১৩

বলেছিলে তুমি দৃঢ় চিত্তে

আসবে না কখনি,

স্বপ্নের ভেলায় ঠিক-ই আস;

তুমি কথা রাখনি।

কত মায়া কত রঙ

সেই প্রথম দেখার রুপ,

ভালবাসার জল চুয়ে চুয়ে আসে;

কানায় কানায় গভীর কূপ।

কঠিন শব্দবাণে বলেছিলে-

হৃদয়ে উঠেনি কাঁপুনি,

স্বপ্নের পালকীতে ঠিক-ই ফিরে আস;

তুমি কথা রাখনি।

বিদায় প্রহরে বলেছিলে-

রাখবে না কোন বন্ধনী,

স্মৃতির পাতা রেখে গেলে কেন?

তুমি কথা রাখনি।

চলে গেছ তুমি; দায় মুক্ত তুমি;

স্মৃতির বোঝা দিলে মোর কাঁধে,

পারিনি ছুঁড়ে দিতে;

রেখে গেছ কী মায়ার ফাঁদে।

রাখবে না কিছুই আমার ধারে-

উদ্গিরিত অগ্নিবাণী,

অকেজ স্মৃতি রেখে গেলে কেন?

তুমি কথা রাখনি।

বলেছিলে তুমি বিদায় বেলা-

দাঁড়াবে না কভূ আমার পথে,

নয়া স্বপ্নের নয়া পথ;

সেই পথেও দিয়েছ লাল ফিতে।

আগ্রহের আকাশে কালো মেঘ;

একাকী তাই অভিমানী,

ভঙ্গ করেছ প্রতিজ্ঞা;

তুমি কথা রাখনি।

নিয়ত করেছ বরখেলাপ

বিদায় সন্ধিখানি,

তুমি ওয়াদা ভঙ্গকারী;

তুমি কথা রাখনি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top