Top today
তোমার নাম
এ সুন্দর ধরায় আছে সবার নাম
নাম হীন কিছুই পাবেনা তুমি ;
আসলে নামের নাই কোন দাম
মোর প্রিয় নাম হুমায়রা হিমি ।
শিরিন লাইলি বনলতা পার্বতী কত রজকিনী
সবি নাম চিরতা পত্র হিমিকেই শুধু চিনি ;
কত খ্যাত-বিখ্যাত নাম লিখিত ইতিহাস পত্রে
তোমার নাম অমুছিত খুদিত মোর চিত্ত গভীরে ।
প্রতি শ্বাসে পাই তার ঘ্রাণ
যতই হোক এ দেহের অবসান ।
মোর হৃদয় কৃষিক্ষেত্রে একটি বীজই বপন হয়
সে যে হুমায়রা হিমি অন্য কেহ নয় ;
হিমি নামটি লাগে বড় সুধা
নিবারণ করে মোর আত্মার ক্ষুধা ।
অপর নামে নেই এত আকষর্ণ
সর্বাঙ্গে শুধু তোমার আবরণ আচ্ছাদন ;
এ নামটি জানি ইতিহাস পত্রে স্থান পাবেনা
ভাষ্কর্যে অংকিত হবে কি?চিত্র মূর্তি আঁকাও হবে না ।
আমি বিখ্যাত নই নজরুল কিংবা সেক্সপিয়র
হিমি নামটি লিখেছি আত্মার কালিতে রামধনুর ভিতর ।