Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দায় যে আমাদেরই !

: | : ০৩/১২/২০১৩

শুরু হলো বিজয়ের মাস !
পেরিয়ে এলাম স্বাধীনতার দীর্ঘ ৪২ টি বছর !
অথচ কি আশ্চর্য দেশটা যেন আজও রনাঙ্গনই রয়ে গেল ! যুদ্ধ যেন এখনও চলছেই ! কিন্তু কাদের বিরুদ্ধে আমরা লড়ছি ? এই যুদ্ধে আহত – নিহত আর সর্বস্ব হারানো সকলেই তো আমার মতই দেখতে ! তাদের স্বজনরাও তো দেখছি বুক ফাঁটা আর্তনাদে আমার মায়ের ভাষা বাংলাতেই নিজের ভাগ্যকে অভিসম্পাত দিচ্ছে !
তাহলে কি আমরা মেতে উঠেছি আত্বধ্বংসের খেলায় ? আর কাদের স্বার্থে ??

আসলে যেখানে সম্পূর্ণ অযোগ্য আর মেধাহীন হওয়ার পরেও শুধুমাত্র পিতা / স্বামী আর মায়ের নাম ব্যাবহার করে এদেশে মুহুর্তেই হয়ে যাওয়া যায় সর্বোচ্চ ক্ষমতাবান ! সেইসাথে মিলে যায় নিজের চাইতে বিদ্যা -বুদ্ধি আর মেধায় অনেক উচ্চস্তরের ( কিন্তু আত্বসম্মানবোধ যাদের অতি নিম্ন স্তরের ) স্বার্থান্বেষী মোসাহেবদের নির্লজ্জ চাটুকারীতা ! তাদের সেই অন্ধ তোষণই কিন্তু এক সময় ক্ষমতাবান মানুষটিকে পরিনত করে ভয়ংকর এক “স্বৈরাচারী দানব ” হিসেবে !
এক্ষেত্রে সাধারণের দায়ও বিন্দুমাত্র কম না ! তারা যতদিন না পর্যন্ত পিঠে ঝুলিয়ে রাখা NAME PLATE এর কথা ভুলে গিয়ে অন্ধ সমর্থনের বদলে কাঙ্খিত মানুষটির নিজস্ব যোগ্যতাকে মূল্যায়ন করতে শিখবে ততদিন পর্যন্ত নিজেদের গড়া FRANKESTINE দের হাতেই তাদেরকে হতে হবে চরমভাবে পর্যুদস্ত !!

আমার মনে হয় নিজেকে নিজে প্রশ্নটা করার সময় এসেছে ! নইলে বোধকরি বড্ড দেরী হয়ে যাবে !!!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top