Top today
মিতার কাছে খোলা চিঠি
মিতার কাছে খোলা চিঠি
– মোঃ ওবায়দুল ইসলাম।
তোমাকে দোষ দেয়ার অবকাশ নাইরে মিতা নাই
আবদ্ধ ঘর যখন তোমার হয়েছিল ঠিকানা
নিষ্ঠুর মানুষগুলো যখন – “কবিকে ভুলে যাও ”
এ বাণী আওরাতে আওরাতে রক্তাক্ত করেছিল
তোমার দেহ, তখন দোষী করার অবকাশ কই ?
কন্টকার্কীণময় করা হল যোগাযোগের পথকে
হিংস্র পশুর মত ধরে নিয়ে যাওয়া হল তোমাকে
জনবহুল ঢাকার সরু গলির পাঁচতলা বাড়িতে,
শুধু রয়ে গেল আমার হস্তছাপ তোমার বাহুতে।
তুমি রক্তাক্ত হলে অন্তরে – বাইরে আর
আমি ক্ষতাক্ত অন্তরে; কাঁদি বারবার
ব্যথায় ছটফট করি, তুমিও অনেক বেদনাতেই আছ
তবুও প্রশ্ন মিতা – আমাকে কি ভুলে গেছ ?
মধ্যরাস্তা, নিমহাওলা,
০৫/০৪/২০০৭
কবিতাটি ২২/০৬/২০০৭ তারিখে বাংলাদেশ বেতার , খুলনা র অঙ্কুর থেকে প্রকাশিত হয়।