Top today
সকালবেলার কথা আমি বিকেলে যাই ভুলে
ঠিক থাকে না মাথা আমার
কখন যে কী বলি
কারে আমি বন্ধু মানি
কার সাথে যে চলি
সকালবেলার কথা আমি
বিকেলে যাই ভুলে
দেখনা তোরা খেয়াল করে
পাক ধরেছে চুলে
যা বলি তা শেষ কথা নয়
কথা আছে আরো
বলিস কেন মুখ বাঁকিয়ে
মিথ্যা কথা ছাড়ো?