Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সুখ খুঁজে ফিরি

: | : ০৩/১২/২০১৩

সুখ খুঁজে ফিরি
—————
মন চায় পাখি হয়ে উড়তে
ডানা মেলে দেশ বিদেশ ঘুরতে,
ভাল্লাগেনা মাঠে কাজ দিন রাত করতে
নিরামিশ পান্তায় ভাত পেটখানা ভরতে,
নোনা জলে ভিঁজতে,রোদের আলোয় পুড়তে
দিন রাত কাদাঁ মাটি খুঁড়তে
আহ! কী মজা ঘুরত,মন চায় পাখি হয়ে উড়তে।

কি আরাম ! আহ কি আরাম !!
যদি আপন ভেলার মাঝি হয়ে যেতাম
এ গাঁ থেকে ঐ গাঁ পাল তুলে ঘুরতাম,
কাঁদা জলে গেঁয়ো কাজ ছাড়তাম
মাঝ নদে হালটা ধরতাম,
তুফান,ঝর,ঢেউটায় আমি না হারতাম
মনখুলে ভাটিয়ালী ধরতাম।

যদি চালক হতে পারতাম
দিন ভর অলি গলি ঘুরতাম
চিৎকার ! ঐ গেল লেগে
শত মাইল বেগে
হাত পা চুরমার
না,চমৎকার ডাইভার,
কেউ পারেনা আমায় ধরতে
আহ! কি মজা গলিপথ ঘুরতে।

সৈনিক যদি হতে পারতাম
বীর বেশে হাটতাম,ফাঁকা গুলি ছুড়তাম
কেটে যেত রাত, হয়ে যেত ভোর
খেলতে খেলতে ডাকাত-পুলিশ-চোর
আর ভাল্লাগেনা মোর।

যদি নেতা হতে পারতাম
বিলাশ বহুল গাড়িটাতে চরতাম
মিছিলের সামনে হাটতাম,ভাবতাম
প্রতিমাসে দেশ বিদেশে ঘুরতাম।
জলকামানের গরম জল
বুলেট আর টিয়ার সেল
না,আর ভাল্লাগেনা,
রিমান্ড পরে জেল।

নায়ক কেউ কী আমায় করবে !
নায়িকারা হাত দু’টো ধরবে
সকলে প্রসংশা শুধু কি করবে ?
পরিচালক বলবে- হবে ,
নায়িকারা তোমার হাত ছোবে
তাও-ভাল্লাগেনা মোর
আমি বন্ধ করলাম নায়ক মনের দোর ।

গায়ক হব, গাইব গান
জুড়াবে সকলের প্রাণ
গলে আছে অনেক সূর
চালিয়ে যাও, যাবে তুমি বহুদূর ।
এসব কিছুই ভাললাগেনা মোর
কেটেছে মনের ঘোর ।
কত সুখ খুঁজলাম,শেষে আমি বুঝলাম
আমি যা তাই যেন রই,
যা আছে আমার তাতেই সুখি যেন হই,
সারা জাহান খুঁজে সুখ নাহি পাই
স্রষ্টার সৃষ্টিতে কারো হাত নাই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top