Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

উড়াল জাহাজের হাতছানি

: | : ০৪/১২/২০১৩

ব্যর্থতাগুলারে সঙ্গে নিয়া নির্বাক শুইয়া আছি ।
পেটভর্তি স্বপ্ন নিয়া দূরদেশ যাত্রা করা উড়াল জাহাজটা য্যান ভেংচি কাটে,
আর আঁধার ভর্তি মেঘদলের ফাঁক থাইকা টিমটিম কইরা চোখ টিপে !
একটা পালিত দীর্ঘশ্বাস আর কয়েক ফোঁটা বিহ্বলতা হাতছানি দিয়া যায়….

এবং দৌড়াইতে দৌড়াইতে আলোকবর্ষ পরে পাই মেমোরি ইরেজার,
মুইছা দিলাম ফানুস কারিগরের কথকতা –
এইবার যদি পিছা ছাড়ে বোকাট্টা স্মৃতিব্যাথা !
অনুভুতি জিনিসটা আসলে ভোরের উড়াল জাহাজ,
স্বপ্ন মাখা ঘুমরে এক কামড়ে গিইলা খায় –
সেই শোকে শরীর নামের খোলসটা গিরগিটির মতোন রঙ বদলায় ;

২২.৮.১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top