Top today
ঋণ
দেশের কাছে ঋণ যে অনেক
বাড়ছে ঋণের বোঝা
শুধবো সে ঋণ ভাবছি মনে
নয়তো এতই সোজা
দেশের মাটি দেশের ফুলে
জীবন ভরে নেই
চাইলে জীবন দেশের তরে
কজন সেটা দেই ?
দেশ দিলো স্বাধীন ভূমি
দেশ দিলো ভাষা
দেশের জন্য জমিয়ে রাখি
নিরব ভালবাসা
ভালবাসার নিরব প্রকাশ
চলবে না আর আজ
দেশের জন্য লড়তে হবে
করতে হবে কাজ ।
প্রতিবাদী হতে হবে
হলেই অনিয়ম
দেশের জন্য কিছু করার
এটাই হোক নিয়ম ।