ছায়া চন্দ্রা ও সমুদ্রের সংসার-৮
গাধাটা আবার কল দিয়েছে।
-মোহিত বল?
-কি রে,ভাল আছিস?
-হু ভাল,তোর কি খবর?
-এইতো চলছে কোনরকম।এখন তুই ঘুমাচ্ছিলি?
চন্দ্রা কিছুটা আশ্চর্য হয়ে বলল-তুই কিভাবে বুঝলি?
কথার মধ্যে ঘুম ঘুম ভাব ছিল।তাই বলে দিয়েছে।গডকে মনে মনে থ্যাংক দিল।
-এইটুকু না,আরও অনেক কিছু জানি।
-যেমন।
-তোর প্রিয় খেলা ক্রিকেট।প্রিয় টিম ইন্ডিয়া।ফুটবল খুব একটা পছন্দ করিস না,তবে ব্রাজিল সাপোর্ট করিস।আর ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ।ইন্ডিয়ান বাংলা সিনেমা বিশেষ করে দেবের সিনেমা খুব পছন্দ।
এতক্ষণ চন্দ্রা মুগ্ধ হয়ে শুনছিল।ছেলেটা এসব কিভাবে বলছে?এসব তথ্যতো সে ফেসবুকেও দেয় নাই।মুচকি হেসে বলল-তুইতো দেখি অ্যাস্টলজার হয়ে গেছিস?আর কিছু বলতো,শুনি।
-প্রচুর পড়াশুনা করতি,এখনকার কথা বলছি না,ইন্টার লাইফ পর্যন্ত।সময়ের প্রতি খুব যত্নশীল,অবশ্য ভার্সিটি লাইফে এসে কেয়ার কিছুটা কমে গেছে।ডান হাতে ঘড়ি পড়তে ভালবাসিস,আর হাতে মাঝে মাঝে মেহেদী লাগাতে বেশ লাগে।প্রিয় রং গোলাপী,ফুল গোলাপ।আর অনুষ্ঠানে শাড়ি পড়তে তোর খুব ভাল লাগে।
চন্দ্রা পুরোপুরি একেবারে মুগ্ধ হয়ে গেল।এসব কিছু কিভাবে বলা সম্ভব?সব একেবারে মিলে গেছে।–তোকেতো আমার হাত দেখাতে হবে,ভাগ্যে কি আছে শুনতে হবে?
-আরে হাত দেখাতে হবে না,পছন্দের মানুষ বলে কথা।এমনেতেই সবকিছু বলে দিতে পারব।
-যেমন।
-বর্তমানে তুই বেশ ঝামেলায় আছিস।অস্থিরতা ভাব প্রকট।
চন্দ্রা আবার মুগ্ধ হল।এসব কথাতো কোনভাবেই জানার কথা না।সে যে ভূত ভবিষ্যত বলতে পারবে,এতে কোন সন্দেহ নেই।–বাহ,তুইতো দেখি সব একেবারে গড়গড় করে বলে দিচ্ছিস।
-সামনে রিলেশন হওয়ার ঘোর সম্ভাবনা আছে।যে ছেলেটার সাথে রিলেশন হবে তার নামে ম,হ,ত এই তিনটি বর্ণ থাকবে।
চন্দ্রা প্রথমে সমুদ্র নামটা নিয়ে ভাবে।শুধু ম থাকায় বুঝতে পারল,সমুদ্রের সাথে তার প্রেম হচ্ছে না।এরপর যে নামটা মনে উদিত হল,তা হচ্ছে অর্ণব।এর সাথেতো দেখা যাচ্ছে কিছুই মিলছে না।এর সাথেতো তাহলে একেবারেই সম্ভব নয়।এর মানে এই দুইজন একেবারেই বাদ।
-কি রে কি হল?
-না,কিছু না।ভাবছিলাম এই তিন বর্ণ দিয়ে পরিচিত কেউ আছে কিনা?
-ভাল করে ভেবে দেখ।
-ভাল করেই তো ভেবে দেখলাম।কাউকে তো খুজে পেলাম না।তুই একটু ভেবে দেখতো?
মোহিত ভাবতে থাকে।তার নামেই যে এই তিনটা বর্ণ আছে,তা কেনো মেয়েটার মাথায় আসছে না।
বেশ কয়েকদিন পর।চন্দ্রাকে আকাশ কল দিয়েছে।
-হু অর্ণব,কেমন আছ?
-ভাল,এইতো তুমি?
-বেশ ভাল আছি।আমার প্রোফাইলে যে কিছু একটা পরিবর্তন হয়েছে,সেটা দেখেছেন।
-কই নাতো?
-ভাল করে দেখ।
-কি হয়েছে বলতো?
চন্দ্রা মুচকি হেসে বলে-এখন আর আমি সিঙ্গেল নয়,ডাবল।
-গুড।
-ধারণা কর তো কে?
-মোহিত।
-কিভাবে বুঝলে?
-কিছু কিছু জিনিস আছে যা বুঝতে হয়।
মনে মনে বলল,বেছেড়া সমুদ্রের ভাগ্য পুড়ল।
-ছেলেটা অনেক ভাল।
-তুমি ভালবাস,সে ছেলে ভাল না হয়ে পারে।আজ রাখি।পরে কথা হবে।
-আচ্ছা ওকে।
আকাশ কল কেটে দেয়।সমুদ্রকে কল দেয়।
-একটা ব্যাড নিউজ আছে।
-বল।
আকাশের মুখ আটকে যায়।
-কি রে,এমন চুপ করে আছিস কেন?