Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমাকে খুঁজেছি শেফালী

: | : ০৪/১২/২০১৩

আমার তোমাকে ভালো লাগে শেফালী
ভাল লাগে তোমাকে এ পৃথিবীর সব চেয়ে বেশী,
অনেক আগেই ভেঙ্গে গেছে আমার মন
তাই তোমার ভালবাসায় হতে পারিনি বিশ্বাসী ।

আমার মন নয় কোন তীর ধনুক
নয় কোন ধারালো তীক্ষ্ণ বস্তু ,
খুব সহজেই স্পর্শ করবে তোমার মনকে
না পেয়ে শেফালী কারো মনের অন্ত ।

আমি তোমাকে কাছে পেলে
দুচোখ মেলে কখন ও চেয়ে দেখিনা ,
তুমি যখন চলে যাও দূরে…তোমার ঘরে
আমি তোমাকে খুঁজে বেড়াই ভেঙ্গে তোমার সীমানা ।

আজ ও তোমায় খুঁজতে গিয়েছিলাম শেফালী
পাইনি তোমায় খুঁজে কুয়াশার ভীড়ে ,
হারিয়ে গেছো তুমি হয়তো তোমার কাজে
না পেয়ে তোমায়…বিষণ্ণ মনে ফিরেছি আমার নীড়ে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top