Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দৃশ্য পট

: | : ০৪/১২/২০১৩

দৃশ্য  পট

_______

রাত   বারোটা,

হয়তোবা   বেশী ই হবে,  ঘড়ি নেই  হাতে,

রাস্তায়   কেউ  নেই ,  বে ওয়ারীশ   কুকুর  ব্যতীত  ।

হাঁক  ছাড়ছে   পাহাড়াদ্বার, নির্বিঘ্ন  করতে ঘুম  ধণিকের ।

বিঘ্ন ঘটিয়ে ফুট পাতে  গা  এলিয়ে শুয়ে আছে যারা,

কুকুরের গা ছুঁয়ে, মশা  ওদের   খেতে  চায়   না,

দেহ   পুষ্টিহীন, অভাব  রক্তে  লোহিত  কণিকার ।

মা  শুয়ে  আছে , বাহুতে  দুগ্ধ পুষ্য   শিশু,

স্তন  বৃন্তে   মুখ  ঠেসে  দিয়ে  টানছে  অকাতরে  ।

কেঁদে  উঠছে  মাঝে  মাঝে,

শুষ্ক  স্তন  বেরুচ্ছে  না  দুগ্ধ  ।

শাশুড়ী  ডাকছে   নাকি   সুরে,

বেঘোরে  ঘুমুচ্ছে  বহুতল ভবনের  রাজ  মিসত্রীর

যোগান  দে  ওয়া  মা ।

শাশুড়ীর  ডাক ,  সন্তানের  কান্নায় খেকিয়ে   উঠে  মা,

শুয়রের  বাচ্চা  পালিয়েছে সন্তান  ও বুড়ি  মাকে

আমার ঘারে চাপিয়ে ।

নেশায়  বিভোর  মাতাল ঘুরে বেড়াচ্ছে ফুট পাত ধরে ,

বস্তির মেয়ে  প্রতিদিন  একঘেয়েমি,

তা ই ফুটপাতে নতুনের   সন্ধানে ।

নিরাপত্তার  অভাব  সম্বলহীনেরও,

গরীবের  সম্বল দেহ,  আত্ব  সম্মান ।

দূরে  বস্তিতে গানের  জলসা, স্বল্প মূল্যে

বিনোদন  মুখোশধারী  ধণিকের  ।

দিনে  নীতি  বাক্য  ছুরে  অহরহ চরিত্র বান

রাম  স্ত্রীর   নিকট  নিজ   ভবনে  ।

নিরাপত্তা  রক্ষী  বেড়িয়ে  যাচ্ছে কমিশন  নিয়ে,

রন  পাহাড়ার সামনে ই রিক্সায়  আটকিয়েছে

এক মহিলার  সাথে ছোট  ভাই  ফিরছে

হাসপাতাল  থেকে,  মা মৃত্যু  সয্যায়  ।

অবিশ্বাস্য  বক্তব্য,  এত  রাতে ?

অশোভ  ঈঙ্গিত  নিরাপত্তা  বাহিনীর  ।

মাথায়  পুটলী,  উকি  মারছে  বার বার ,

রাস্তার  মোড়ে  দে ওয়ালের  পাশ  থেকে ,

ছিচকে চোর পেট্রোল  গাড়ী  দেখে ।

শরতের  রাত, পূর্ণিমা,

চাঁদ ঢেকে  দিচ্ছে মেঘ  মাঝে  মাঝে ,

হাসছে  মিটমিটিয়ে  কীর্তি  দেখে মানব সন্তানদের ।

কবে সব  দাঁড়াবে ভেঙ্গেচুরে  এক  কাতারে ?

ভেদা বেদ কাসারী  আর কুমুড়ের, পেয়াদা  মন্ত্রীতে

নিরীহ  মস্তানে, রাজা প্রজায়, সব ভুলে,

সে  কি  রোজ   হাশরে  ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top