বর্তমান প্রেক্ষাপটে কিছু লেখা
সভ্যতার ছোওয়া আজ আমাদের ঘরে ঘরে । শিক্ষার আলোয় আলোকিত । আমরা নিজেকে আধুনিকতার রঙ্গে রাঙ্গিয়ে দিতে চাই ।অথচ আমরা দিনের পর দিন রাক্ষুসে জাতিতে পরণত হতে চলছি ।একদিকে আমরা পাতাল থেকে শুরু করে আকাশ জয় করার চক কষচি অন্যদিকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজের মধ্যে দিয়ে নতুন ইতিহাস গড়তে শুরু করেছি ।খবরের কাগজের একপাশে বড় বড় হাতে লেখা ,’ভারতের লাল গ্রহে যাত্রা’ অপর প্রান্তে ছেলের হাতে বাবা খুন, ৫০ বছরের বৃদ্ধ ধর্ষণ করল নাবালিকাকে । আজ আমাদের সমাজে এসব নিত্য দিনের ঘটনা । আমাদের কাছে এসব হাঁসির খোরাক হয়ে দাঁড়িয়েছে । স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু । কোথায় একটু সমবেদনা প্রকাশ করার কথা, তা না করে বন্ধু-বান্ধব মিলে সমলোচনার আসর বসিয়েছি ।৫০ বছরের বৃদ্ধ ১০ বছরের মেয়েকে ধর্ষণ করল কিভাবে তা ভেবে হাঁসতে হাঁসতে শেষ । এই আমাদের সমাজ । গ্রামে গ্রামে এন,জি,অ প্রতিষ্টিত হচ্ছে ৭ দফা ,১৪ দফা দাবি নিয়ে । নতুন দল আসছে নতুন স্লোগান নিয়ে । জিন্দাবাদ -মুদ্রাবাদ ধ্বনিতে চারদিক মুখরিত। দেখেই মনে হয় ,আমরা বেশ সচেতন নাগরিক । অথচ রাস্তা ঘাটের বেহাল অবস্হা দেখলে মনে হয় যেন মৃত্যুর ঘাট পাড়ি দিতে চলছি । দিনের পর দিন জীবনকে বাজি রেখে চলছি ।
চায়ের দোকানে ,অফিসে যেখানে যাবেন এই একটি কথা রাজনীতি ।দশ বছরের বয়সের একটা বাচ্চা থেকে শুরু করে ১২০ বছরের বৃদ্ধের কথা শুনলে মনে হয় যেন রাজনীতিতে পটু ।অথচ দিনের পর দিন এই রাজনীতি আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে ।আমাদের কাছে রাজনীতি বলতে যা বোঝায় তা হচ্ছে ,বংশ পরাম্পরাগত ভাবে কোন একটি দলকে সমর্থন করা । এই কদিন আগে দেখলাম বিজ্ঞাপনে , আমার দলের লোককে ভোট দিন দলের সুপ্রিমো কে দেখে । দলের লোক চায় চোর ,ডাকাত ,বজ্জাত যিনি হন না কেন দলের কমাণ্ডার খুব ভাল মানুষ । রাজনীতি যারা করে তাদের আর কোন গুণ থাকুক কিংবা না থাকুক একটা গুণ সবার মধ্যে আছে ।সেটা হল তাদের কথার মাধুয্য ,ভঙ্গিমা ,সুরের কাছে স্বয়ং মোঃ রফি পরাজয়ের মুকুট মাথা পেতে নেবেন ।এরা আমাদেরকে দিনের পর দিন ছলনা করে ছলছে সেটা বুজা সম্ভব হয়নি আর ভবিষ্যতে বোধগম্য হবে বলে মনে হয় না ।
সাধারণ মানুষদেরকে ন্যায়ের ভাষণ দিতে সর্বত্র দেখা যায় । প্রতিবাদ করতে সবাই জানে । দুদিন পর পর হরতাল করে ।সারাদিন হরতাল করার পর যদি জিজ্ঞেস করেন ভাই কিসের প্রতিবাদে হরতাল করছেন । উত্তর আসবে অমুক দল দুদিনের হরতাল ডেকেছে । তার কাছে দলটাই সবকিছু তাই কিসের জন্য হরতাল চলছে সেটা কোন মেটার নয় । এই আমাদের হরতাল । এটাই আমাদের আসল রূপ ।
আমরা সবাই সবসময় ভাল কিছু প্রত্যাশা করি । আমরা দেশের জন্য কিছু করব । আমার দেশ ,আমাদের সমাজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে । কখনও ভেবে দেখেছি কি এ আমাদের কেমন প্রত্যাশা ? সত্যি কথা বলতে কি , আজও অবধি দেশ ও দশের জন্য কিছু করতে পারিনি (আমি নিজে )।কারণ দেশের এই অবস্হায় ভাল কিছুর প্রত্যাশা করা যায় না । এই দেশ ,এই জাতি তোমাকে কিছু করতে দেবেনা । প্রথমে নিজেকে পরিবর্তন করতে শিখি ,দেশের উন্নতি অনিবার্য ।