ভোটের ভাষণ
নির্বাচনে প্রার্থী হয়ে দিচ্ছে ভাষণ অনেকেই,
দারুন আশায় বক্ষ বেঁধে শুনছে হাজার জনেকেই।
প্রার্থীরা সব বলছে- ‘ভাইসব, আমার কথা শোনেন;
কে ভালো আর কে মন্দ আপনারা তো চেনেন !’
‘তাই, দেখে শুনে ভোটটা দিবেন আমার অমুক মার্কাতে
ভোট দিবেন না রাজাকারে কিংবা চাঁদ-তারকাতে !’
তাছাড়া ভাই আরও যত মার্কা আছে দেশে,
সব শালারাই ভন্ড কিন্তু আছে ছদ্মবেশে।
এদের, ভোট দিলে পর করবে সাবার দেশের অর্থনীতি
দেশটা বেচে খাওয়ারও আছে বড্ড ভীতি !
এরা আমজনতার রক্ত চুষে জোঁকের মতো ফুলছে,
এসিওয়ালা ঘরে শুয়ে সুখের দোলায় দুলছে !
খুন-ত্রাসী, চাঁদাবাজি সবই এরা করে,
আমজনতার ভাগ্য লুটে নিজের থলি ভরে।
তাই ভোটটা এবার দিয়েই দেখেন আমার এই মার্কাতে
ভাতের জন্য তেল মাখতে হবে না কারো চরকাতে।’
সব প্রার্থীর একই ভাষণ একই রকম সুর
মুগ্ধ হয়ে শুনছি কারণ, লাগছে সুমধুর !
ওদের স্বপ্ন গাঁথা শুনে ভাসে, স্বপ্ন চোখের পাতায়
বর্তমানের এই জোয়ারে অতীত কে বা হাতায়।
কে বা করে কষ্টিতে তার আসল-নকল যাচাই,
কেউ ভাবছে ভোটের দামে পেটটা তো আজ বাঁচাই !
হরেক সুরে নির্বাচনের চলছে প্রচারনা
কত জনে কত ভাবে করছে প্রতারনা।
ধাঁ ধাঁ লাগা চোখে আজ প্রার্থী চেনাই দায়
কারণ সবার অভিনয় একই ভূমিকায় !