এক মুঠো নীল ঢেলে দিব তোমার গায়ে
দেমাকটা ঝেড়ে ফেলে দিতে চাও না!!
ইচ্ছে করে এক আকাশ নীল থেকে
একমুঠো নীল এনে তো তোমার গায়ে ঢেলে দেই;
নীলে নীল হয়ে আরো… আরো বেশী রেগে থাকো;
জানো! রাগলে অমানিশার আঁধারে ছেয়ে যায় তোমার মুখ।
অথবা দিনের আলো নিভিয়ে দিয়ে
আকাশজুড়ে কালো মেঘের মতই হয়ে যাও তুমি।
নিকষ কালোও হার মানে তোমার জ্বলন্ত অগ্নিমূর্তি দেখে।
আচ্ছা! তোমার কি অনুভূতি বা অনুভবের ঈন্দ্রিয় শক্তি বিলুপ্ত?
আনন্দের স্পর্শ তোমার অনুভূতিতে পৌঁছে না?
তপ্ত মধ্যাহ্নের রৌদ্র জ্বালা হও কোন দু:খে!
বৈকালিক মিষ্টি রোদ্দুর হতে পারো না;
অথবা প্রভাতের ঝিরঝির হাওয়া।
বলি! শুনছ…. বেলা বয়ে যায় কয়ে দিলাম!
আমার সাথে আনন্দ আড্ডায় যোগ দাও,
দেখবে তোমাকে খুব সুখি সুখি মনে হবে;
আঁধার কেটে আলো আসবে;
তোমার সুখি সুখি মুখ দেখে
তোমার আশে পাশের মানুষের মুখও আলোয় আলোকিত হবে;
তুমি হবে পূর্নিমা আর
আমি হব তোমার আঁধার রাতের মিটিমিটি তারা
অথবা পূর্নিমা রাতের মিটমিট জোনাকি! কি রাজি তো?
————————————
সব রাগী মানুষরে উৎসর্গ