কবিরাজির ফল
কবিরাজির ফল
সদুর বউয়ের বাচ্চা হবে, জানিয়ে গেল দা ই
এটি সদুর অষ্টম বাচ্চা , ভয়ের তো কিছু না ই ।
সদু ভাবে সাতটি মেয়ে, ঘরে ইতো জন্ম হয়
এবার তবে ঘরে রাখতে, কিসের বা এত ভয় ?
সাতটি মেয়ের পরে এবার, জন্ম নিল ছেলে,
কান্না কাটির শব্দেই সদুর,আতকে উঠে পিলে ।
বাচ্চার রং একদিন পরেই, হলুদ হতে থাকে ,
ওঝা বৈদ্য কবিরাজ যেই , সদু তাদের ডাকে ।
ঝাড় ফুক আর তৈল পড়া যত,দিচ্ছে কাটির মালা,
বলে কেউ ধরেছে ভুতে , সারতে বড়ই ঠেলা ।
চিকিৎসা যত বিরামহীন,চলতে থাকে দিন ভর,
বাচ্চার গায়ে খিচুনী ধরে,এক রাত একদিনের পর ।
খারাপ লক্ষণ দেখে সদু , সদরেতে দৌঁড়ায়,
ক্ষণিক পরে ডাক্তার নিয়ে, সে বাড়িতে পৌঁছায় ।
ওঝা, বৈদ্য, কবিরাজ দেখে, ডাক্তার সাব যায় ক্ষেপে,
হতাস হয়ে যায় যে ডাক্তার,রোগীর নাড়ি মেপে ।
আক্রান্ত হয়েছে রোগী, জনডিস ধনুষ্টংকারে,
কবিরাজির শেষে ডাক্তার, ডাকে অনেক পরে ।
বাঁচার আশা নেই দেখে তাই, ডাক্তার সাব যায় চলে,
সবাই বলে ছেলে মরলো, শুধুই সদুর ভুলে ।
তাইতো বলি অসুখ হলে, ডাক্তারের কাছে যাও,
ওঝা বৈদ্য কবিরাজের, কথায় কান না দাও । ।