Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তবুও আছি বেশ !

: | : ০৫/১২/২০১৩

এই তো বেশ আছি !

ফুটো ডিঙ্গি তরী প্রবল কল্লোল উত্তাল
বিনা পাল কূলহীন ডুবো ডুবো বেসামাল ;
জল ভরো ভরো নেই সেচ পাত্র
নিরুপায়!আছে ভঙ্গুর বৈঠা মাত্র ।

এই বুঝি ডুবে যাচ্ছি !

গাঙ্গ ভাঙ্গন হেরিছ?শ্রবণ করিছ নৃশ্বংস ধ্বনি ?
অজুত তটিনী এ বক্ষে বহমান অহন রজনী
ঐ পাগলা তিস্তা গাঙ্গটি চিত্তে নিবিড়ভাবে থাকছে ;
আহ্লাদে নৃত্য তালে পাল্লা দিয়ে ভাঙ্গছে তো ভাঙ্গছে ।

কোনই কৃপা নাহি পাচ্ছি !

আজ মরু পৃষ্ঠে তপ্ত বালিতে আমি শ্বায়িত
যাঞ্চায় কাতর এক ফোটা বাদলের তরে ;
খরা চৈত্র আপাদমস্তক শুষ্ক চাতকের ন্যায় তৃষ্ণার্ত
সর্ব ত্যাগিয়ে প্রতিক্ষায় অভ্র পানে বদন হা করে ।

আভাস তো নাহি দেখছি !

দূরারোগ্য দুঃচিন্তা ব্যাধি করেছে মুমূর্ষ
ওঝা কবিরাজ অক্ষম দিতে দাওয়াই ;
হরণ করিছে অভিরাম স্বপ্ন চিত্তের হর্ষ
উর্ধ্ব অধঃ অগ্নি নৈঋত কোনো দিকে নাই ।

দীঘল শ্বাসে মৃত্যুকে হাঁকছি !

তবুও আছি বেশ !
তোমাকে ভুলতে গেলে
বক্ষে সপ্ত নরক জ্বলে ;
পুড়ে পুড়ে হই নিঃশেষ
তাই
ভুলতে নাহি চাই
তোমার স্মৃতির কোন লেশ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top