Top today
ইঁদুর-বিড়াল খেলে
বিড়াল-ইঁদুরে বুদ্ধি করে, পেতেছে এবার দোস্তি
ফেলে দাও সব ঝগড়া ঝাটি, করব না আর কুস্তি
কিন্তু তাদের স্বভাব দোষে, ভেঙে যায় সব চুক্তি
যার যার মতো চলাতেই নাকি, রয়েছে তাদের মুক্তি
বিড়াল করে বিড়ালের কাজ, ইঁদুর পালায় গর্তে
ইঁদুর বলে মরে গেলেও, মিলিব না কোনো শর্তে
এমনি করে তাহারা দুজন, ইঁদুর-বিড়াল খেলে
একজন হয় মেরাডোনা আর, একজন হয় পেলে