Top today
তুমি
তোমার কাছে ছুটে এসে কষ্ট পেয়েছি
তোমায় ভালোবাসি আমি বলতে চেয়েছি।
বলতে গিয়েও হয়না বলা,তোমাার কাছে এসে
অস্থির হয়ে পড়ি আমি,মুুুখ শুকিয়ে গেছে।
মিষ্টি হেসেে তুমি আমায় পাগল করেছো
তোমার বিয়ে ঠিক হয়েছেে তুমি বলেছো।
স্বামী সংসার নিয়ে তুুমি সুখে রয়েছে
জানি আমি,আমায় তুমি ভুুলে গিয়েছো।।