Top today
নিজভূমে পরবাসী
যোগেন ঠাকুরের সেই দিন নেই আর
নেই সেই পূজার আয়োজন দেবালয়ে,
নেই ঘন্টা কিংবা শঙ্খ ধ্বনি,
নিজ ভূমে যোগেন ঠাকুর আজ পরবাসী।।
গেলো বছর কার্তিক মাসে
হুমকি দিলো মোল্লার ছেলে,
“বাংলা ছেড়ে হিন্দুস্থান যা, যা চলে যা
নেংটি ইঁদুর,মালুর ছা।
এই বাংলায় নেই অধিকার,
ছেড়ে দে ঐ মুর্তি পূজা।
কালেমা পড়িলে,ধর্ম ছাড়িলে
মাথা গুজিবার পাবি জায়গা।”
অগ্রাহায়ণ গেলো, পৌষও গেলো
মাঘের শীতে উত্তাপ ছড়ালো,
দাও দাও করে দেবালয় জ্বলে,
দেবতারাও আজ ধুলায় লুটে।
চোখের জলে বুক ভাসিয়ে
যোগেন ঠাকুর গুমরে মরে,
ছুটে ছুটে যায় তুলসী তলায়,
ছাই হয়ে গেছে পূণ্য দেবালয়।।
যোগেন ঠাকুরের সেই দিন নেই আর
স্মিত হাসিমাখা সেই মুখ দেখিনা আর,
বাংলাদেশকে ভালোবেসে
থেকে যাওয়াটাই কাল হলো যে তার।
(উৎসর্গঃখাতাকলমে অসাম্প্রদায়িক বাংলাদেশকে!!!