Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

মেয়ে তুমি কি কাগজের ঘুড়ি ?

: | : ০৬/১২/২০১৩

মেয়ে তুমি কি কাগজের ঘুড়ি?
দিয়ে অন্যের হাতে নাটাই
যেভাবে ওড়ায় তেমনি ওড়ো……….
কত আশা বুকে নিয়ে
ধীরে ধীরে হয়েছ বড়ো………
কত চঞ্চলতা ছিল তোমার মধ্যে
ডানপিটে বলতো সবাই তোমাকে
এখন কেন হয়ে থাকো এত জড়ো সড়ো …..
স্বাধীনতা কেড়ে নিয়েছে যারা তোমার
তাদেরকে কেন তুমি ভয় করো………
কি নেই তোমার!! রূপ-শিক্ষা-দীক্ষা
সবই যদি আছে
তাহলে তোমাকে ঠকানোর
সাহস নাই কারো………..
মরলে একদিনই মরবে
প্রতিদিন কেন মরো……..
তাই বলছি নিজের স্বাধীনতার জন্য
বিজয়ের মাসে একবার শুধু লড়ো………..
লড়েই দেখোনা
পাশে পাবে তুমি বন্ধু হাজারো……….
তুমি মুক্ত হবেই
এ আশা আমারো…….
উড়তেই যদি চাও?
স্বাধীনতার মুক্ত আকাশে
মনের আনন্দে ওড়ো……….

http://lycostu.lycoming.edu/orgs/azd/NEW%20WEBSITE%20fall%2710/boy%20with%20kite%20animation.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top