Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

“কে বাজাবে শেষ বাঁশি?”

: | : ০৭/১২/২০১৩

কে থামাবে এই খেলা?
কে বাজাবে শেষ বাঁশি?
আমরা খেলার সরঞ্জাম
আমাদের পোড়া রাশি।
রেফারি বিহীন খেলা চলছে
নিয়মের নাই তোয়াক্কা।
আমরা তো কেবল সরঞ্জাম
মূখ্য নহে সুরক্ষা।
কোন্ নিয়মে খেলবে তারা?
এই নিয়ে যত দ্বন্ধ।
জগাখিচুড়ীর খেলা চলছে
আমাদের কপাল মন্দ।

আমরা হলাম সরঞ্জাম
যেমন ধর হকিস্টিক।
খেলা হোক বা না হোক
ব্যবহৃত হচ্ছি ঠিক।
তাদের তাদের অনৈক্য
আঘাত সই আমরা।
তাদের রাগের আগুনে পুড়ে
মোদের দেহ চামড়া।

আমরা হলাম হকিস্টিক
দুই দলের সরঞ্জাম।
আমরা আমরা লড়াই করে
তাদের শক্তির আঞ্জাম।
কোমর ভেঙ্গে চির অকেজ
হয় নানা ক্ষয়-ক্ষতি।
তাদের দ্বন্ধে আমরা কেন
দিয়ে যাচ্ছি আত্মাহুতি?

তারা হারে-তারা জিতে;
তাতে মোদের কি মূল্য?
বিজয়ীর মুখে হাসির রেখা
গলায় জয়ের মাল্য।
শত আঘাত সয়ে নিই
আমরা খেলার সরঞ্জাম।
বলি হই আমরা কেবল
তাদের গড়া গেঞ্জাম।

কে থামাবে এই খেলা?
চাই না হতে সরঞ্জাম।
প্রকৃতির সন্তান আমরা
চাই না তার বদনাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top