Top today
নদীর জলে
নদীর জলে
নৌকা ভাসে নদীর জলে
মাছ থাকে তার তলে ।
ও জেলে ভা ই জাল ফেল না
কৃষ্ণ নদীর জলে
জাল তোমার হাড়িয়ে গেলে
পাবে কোন কালে ?
নদীর তলায় বসে আছে
জল পরীরা যত,
কলশীর পেটে অটকা আছে
দৈত্য দানব কত ।
জালের তারা খেয়ে যদি
জল পরীরা মিলে,
তলিয়ে থাকা সব কলশীর
মুখ যদি দেয় খুলে ।
দৈত্য দানব উঠে আসবে
এ ই-ই ধরনীর পর
নির্বিচারে ভাঙবে তখন
মোদের সুখের ঘর । ।