Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নেলসন ম্যান্ডেলা

: | : ০৭/১২/২০১৩

 

 

ওহে আফ্রিকার কালো হিরে
এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বে
এক বার বলে যাও
এই বিভক্ত বিশ্বকে
কত বছর ধরে
সাদা হায়েনার জ্বালানো শ্মশানে
জ্বলে জ্বলে পুঁড়ে
হয়েছিলে জগত উজ্জ্বল কালো হিরে ;

 

ওহে আমার প্রিয় নেতা
আফ্রিকার কালো সিংহ
সিংহ গর্জনে বলে যাও
আজকের এই বিশ্বকে
সাদা ভাল্লুকেরা কি ভাবে
আফ্রিকার ভুমি পুত্র কালো মানুষ গুলো
ধরে ধরে এনে বানিয়ে ছিলো গৃহ দাস
আর তোমাকে জেলে পুরে
অত্যাচারে অবিচারে,
নির্বিচার নির্যাতনে
সাতাশটি অমূল্য বসন্ত বিনাশে
আলোর আড়ালে আবডালে
বিনাশ করতে চেয়েছিলো
তোমার সংগ্রামের হিরকদ্যুতি;

 

সাদা ভাল্লুকের সব কারসাজি ব্যার্থ করে
তুমি বিজয়ী হলে
এখন ওরা তোমার পায়ে পায়ে ঘুরে
আর লেজ নাড়ে;
তোমার একটু কৃপা পেতে
তোমায় মাথায় তোলে নাচে
আর তুমি ও এতই উদার যে
অতীতের সকল নির্যাতন ভুলে
এই সাদা পশু গুলোকে ক্ষমা করে দিয়ে
হয়ে গেলে এক মহান বিশ্ব নেতা;

 

তাই তো তুমি নেলসন মেন্ডেলা
এক বিংশ শতকের শ্রেষ্ট নেতা
প্রজন্মের সকল শ্রদ্ধা তোমাকে
হে মহান নেতা –
বিশ্বের সকল ভালবাসা শুধু তোমাকে।

 

.

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top