Top today
আমার অবহেলা
বাহান্ন থেকে একাত্তুর
তারপর;
কেটে গেছে অনেকগুলো বছর
একুশ আসে একুশ যায়
আমার ভেতরটা বিদ্রোহ করে
তারা বারবার ফিরে আসে
আমরা ভুলে গিয়ে আবার
শ্রদ্ধায় মাথা নত করি, বলি
তোমরা দিয়েছ অনেক
আমরা তা হারিয়েছি অবহেলায়।
বাহান্ন থেকে একাত্তুর
তারপর;
কেটে গেছে অনেকগুলো বছর
একুশ আসে একুশ যায়
আমার ভেতরটা বিদ্রোহ করে
তারা বারবার ফিরে আসে
আমরা ভুলে গিয়ে আবার
শ্রদ্ধায় মাথা নত করি, বলি
তোমরা দিয়েছ অনেক
আমরা তা হারিয়েছি অবহেলায়।