Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এই তুমি শুনছ?

: | : ০৮/১২/২০১৩

এই তুমি শুনছ?

কী দেখ ওদিকে ?

কী আছে ওখানে দেখবার?

বৃষ্টির তৃষ্ণায় কাতর ধূলিমাখা বিকেলে,

কী আছে ওতে?

আমার দিকে দেখ।

অবমুক্ত কর তোমার চোখ

আমার চোখে।

চেয়ে দেখ আমার চোখের গভীরে

তোমার রূপের মুগ্ধতা।

এই যে তোমার চোখের কোণে

কাজলের ছোয়া শেষ যেখানে

তুমি যখন হাস সেখানেও যেন

আনন্দের বাণ ওঠে।

শুধু কি তাই ?

তোমার ঠোট, কানের কাছে বাকা চুল।

গ্রীবার সাথে কন্ঠনালীর মিলনমেলা

কন্ঠার হাড়, খোপায় গোঁজা কাঠগোলাপ,

সবই তো মন্ত্রমুগ্ধ করে আমায়।

এমন কি তোমার হাতের কাটাকুটি পর্যন্ত।

সবই সুন্দর, মুগ্ধতায় ভরা।

তুমি বাইরে তাকিও না তাকাও আমার চোখে।

পৃথিবীর সব রূপ ধরা দিয়েছে এখানে,

তুমি তাকিয়ে দেখ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top