Top today
কেমন হবে দশা
এই যে ভাইয়া, এই যে আপু, আইছি আবার নেটে
বলছে শুনুন আম্মু আমার, আঙুল দিবে কেটে
হঠাৎ যদি দেখেন আমার, হাতের আঙুল কাটা
দিবেন না তো মুখ ফিরিয়ে, উল্টা দিকে হাঁটা
সত্যি যদি আঙুল কাটে, কেমন হবে দশা
হবে না আর ছড়া লেখা, হয়তো নেটে বসা