Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দাঁড়াও ক্ষণিক

: | : ০৮/১২/২০১৩

দাঁড়াও ক্ষণিক

চঞ্চলা হরিণীর  মতো  গতি  তোমার,

যেন  পর্বত  চূড়া  থেকে  নেমে  আসা  ঝর্ণা,

ছুটে  যাচ্ছে  নাড়ীর  টানে  মিলন  মোহনায় ।

তোমার  আগমন  কার্পো  মাছের মতো  ধীর, মন্থর ,

বাড়তে ই  চায়না  যেন,

মা  বলেন  সবেইতো  শুরু , সে দিনের  খোকা,

দাঁত  পড়ে  দাঁত  গজালো , বেড়ে   উঠলো   যেন,

নতুন বাঁধা বাড়িতে   লাগানো  কলাগাছ

তর তর  করে ।

আমি  থামাতে   চা ইনা শৈশব,  কৈশোর,  যৌবন,

সে যদি হাড়িয়ে  যায় অজ্ঞাতে,

শুধু  দেখা  হবে না চপলা  মেয়ের বাঁকা  চোখের চাহনি ।

যৌবনের   উন্মত্ততা হাড়িয়ে যায়  যে নদীর,

ঘুঙগুর  পায়ের   দাগা  পরে  যদি  তার  বুকে,

ছুতে পারে  না  তবু ।

আমি  চাই না  এ জীবন, যে জীবনে  নেই  বৈশাখী ঝড়,

ফাগুনের   বসন্ত,  আষাঢ়ে  নদীর   উদ্দামতা ।

পাতা  ঝড়া বৃক্ষ , ঘুনে  ধরা খাটিয়া , চরা পড়া নদী ,

নুয়ে পড়া  দেহ, সে  আমার  কাম্য  নয় ।

হে   যৌবন,

যেয়ো না  তুমি , যেয়ো না  আমায়  ছেড়ে ,

প্রতারক  প্রেয়শীর  মতো,  দাঁড়াও  ক্ষণিক,

আমি বিলীন  হয়ে  থাকতে  চাই,

তোমার সাথে অনন্ত  কাল  । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top