Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

নিয়েছি তালিম রাজনীতি থেকে

: | : ০৮/১২/২০১৩
এসেছি এক কমিউনিটি সেন্টারে
ওর এক বন্ধুর বিয়ের দাওয়াতে।
বেচারা বন্ধু সংকোচে ম্রিয়মান
দেশের বিদ্যমান সংকটে
তার এই বিয়েতে।
ও বলল  চিয়ারস চিয়ারস
বন্ধু আনন্দ কর।
এই দেশ থাকবে এরকমই
যার পরিবর্তন হবেনা কখনই।
তুই আমি কি সব প্রাকৃতিক
বা জৈবিক জিনিস বাদ দিয়ে
দিব? তা কি হবে?
সম্ভব কখনও?
ও জোর করে
টেনে নিয়ে আসলে
নাচের ভঙ্গিমায় ফ্লোরে
বললে রাত পার হবে
আজ নাচে গানে।
আমার হাত ধরে
টান দিয়ে বললে
সুন্দরী আজকে তোমাকে
নাচে গানে এমন মাতাব।
রক্ষে কর আমি বললাম
নাচতে জনিনা।
সেই ভার আমার
তোমাকে নাচানোর।
নিয়েছি তালিম রাজনীতি থেকে
কিভাবে নাচা যায় আর
কিভাবে নাচানো যায়
আমাদের জনসাধারনকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top