Top today
পদ্মা মেঘনা সুরমা যমুনার দেশ বাংলাদেশ
পদ্মা মেঘনা সুরমা যমুনা
সবুজ বনের নিঝুম সীমানা
জীবনে আমার মরনে আমার
এইতো ঠিকানা।
(দেশাত্মবোধক গানের লাইন)
পদ্মা মেঘনা সুরমা যমুনা
বয়ে কি যাচ্ছ সেই গতিতে।
কত আবর্জনা কত লাশ
ধুয়ে গিয়েছে তোমার পানিতে।
তুমি কি মনে রেখেছ তা?
আমার পদ্মা মেঘনা সুরমা যমুনা
সোনালী ধানের ক্ষেত
সোনালী পাটের বন
দেখছ কি আজ?
পথে প্রান্তরে রাজপথে
কত তরুন তাজা প্রানের লাশ।
দোয়েল টিয়া শালিক
আমার প্রানের এই দেশ
দেখছ কি আজ
লুন্ঠিত জনতা
বিবস্র মানবতা।
সবাই যেন উঠল বলে
ওর সাথে কোরাসে সমস্বরে
পদ্মা মেঘনা সুরমা যমুনা
ধান পাট এর ক্ষেত
আর টিয়া দোয়েল শালিক
কাদছি আমরা ও সারা দেশের সাথে
দেশের এই ঘোর দূর্দিনে।