Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

পদ্মা মেঘনা সুরমা যমুনার দেশ বাংলাদেশ

: | : ০৮/১২/২০১৩

পদ্মা মেঘনা সুরমা যমুনা
সবুজ বনের নিঝুম সীমানা
জীবনে আমার মরনে আমার
এইতো ঠিকানা।

(দেশাত্মবোধক গানের লাইন)

পদ্মা মেঘনা সুরমা যমুনা
বয়ে কি যাচ্ছ সেই গতিতে।
কত আবর্জনা কত লাশ
ধুয়ে গিয়েছে তোমার পানিতে।

তুমি কি মনে রেখেছ তা?
আমার পদ্মা মেঘনা সুরমা যমুনা

সোনালী ধানের ক্ষেত
সোনালী পাটের বন
দেখছ কি আজ?
পথে প্রান্তরে রাজপথে
কত তরুন তাজা প্রানের লাশ।

দোয়েল টিয়া শালিক
আমার প্রানের এই দেশ
দেখছ কি আজ
লুন্ঠিত জনতা
বিবস্র মানবতা।

সবাই যেন উঠল বলে
ওর সাথে কোরাসে সমস্বরে
পদ্মা মেঘনা সুরমা যমুনা
ধান পাট এর ক্ষেত
আর টিয়া দোয়েল শালিক
কাদছি আমরা ও সারা দেশের সাথে

দেশের এই ঘোর দূর্দিনে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top