Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

বিবেক বিকিয়ে করছে সন্ধি

: | : ০৮/১২/২০১৩

আঁখি কোনে টলমল যতটুকু আছে জল
হৃদয়র সবটুকু ভালবাসা তোমায় দিলাম
যাঁরা দিয়েছো প্রাণ অকাতরে
মায়ের তরে একাত্তরে ।
প্রণাম,নমস্কার,সালাম তোমাদের তরে
যাঁরা দিয়েছো অমূল্যধন ইজ্জৎ বিসর্জণ
মাকে করেতে স্বাধীন ঐদিনে,
বেঁধেছে ভালবাসার ঋণে
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ তোমাদেরই অবদানে।
জাগ্রত,জলন্ত বিবেক যেন
হচ্ছে প্রতিবন্দি ক্ষনে ক্ষনে
ধরছে ঘুনে দিনে দিনে,
বিবেক বিকিয়ে করছে সন্ধি জনে জনে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top