Top today
মেঘের পালকে
মেঘের পালকে
রোদের ঝিলিকে
জলের ছলকে
মনের তুলিতে মাধুরী মিশিয়ে
একেঁছি ছবি
হৃদয় পটে
তোমারি প্রিয়া
নয়নের নোনা জল দিয়ে ;
দুঃখের অনলে
মেঘের ভেলা
আকাশে ভাসে গো
বেদনার গরলে সে যে নীল,
প্রিয়াহীন রাতে
হৃদয় গভীরে
শূন্য ঝংকারে বীণ
ওগো বিরহে কাতর দীল্;
কেন যে সে
বুঝে ও বুঝে না
হৃদয় আমার
আহা কাতর কাহার তরে,
কি করে বুঝায়
খুলে গো হৃদয়
তাহার তরে গো
কত প্রেম জমা এই অন্তরে;