Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মেঘের পালকে

: | : ০৮/১২/২০১৩

 

 

মেঘের পালকে
রোদের ঝিলিকে
জলের ছলকে
মনের তুলিতে মাধুরী মিশিয়ে
একেঁছি ছবি
হৃদয় পটে
তোমারি প্রিয়া
নয়নের নোনা জল দিয়ে ;

 

দুঃখের অনলে
মেঘের ভেলা
আকাশে ভাসে গো
বেদনার গরলে সে যে নীল,
প্রিয়াহীন রাতে
হৃদয় গভীরে
শূন্য ঝংকারে বীণ
ওগো বিরহে কাতর দীল্‌;

 

কেন যে সে
বুঝে ও বুঝে না
হৃদয় আমার
আহা কাতর কাহার তরে,
কি করে বুঝায়
খুলে গো হৃদয়
তাহার তরে গো
কত প্রেম জমা এই অন্তরে;

 

একদিন যদি বুঝে
আসে গো ফিরে
মোর শূন্য বুকে
হৃদয়ের নদীতে উঠবে জোয়ার,
গোলাপের ঠোঁটে
সোহাগের ছলে
মধুকর চুমে
অনুরাগে দোল্‌বে হৃদয় তাহার।

…………………………………

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top