Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমাকে প্রশ্ন করো না

: | : ০৯/১২/২০১৩

আজাজীল কেন আদমকে সেজদা করেনি?
এ প্রশ্নের জবাব হচ্ছে অহংকার
অহংকার নামক এবস্ট্রাক্ট কে বানিয়েছে?
এটা আমারও প্রশ্ন
সুতরাং আজাজীল এবং আদম
এর মাঝে অহংকার কি করে এলো?
এ প্রশ্নের জবাব আমার কাছে নেই
আমাকে প্রশ্ন করো না।

আদম এবং হাওয়া কেন বেহেস্তে থাকতে পারল না?
এ প্রশ্নের জবাব হচ্ছে ইবলিশের প্ররোচনা
প্ররোচনা নামক এবস্ট্রাক্ট কে বানিয়েছে?
এটা আমরও প্রশ্ন
সুতরাং বেহেস্ত এবং দুনিয়া
এর মাঝে ইবলিশ এলো কি করে?
এ প্রশ্নের জবাব আমার কাছে নেই
আমাকে প্রশ্ন করো না।

কেন দোজখ বানানো হয়েছে?
এ প্রশ্নের জবাব হচ্ছে মানুষ
কেন মানুষ দোজখে যাবে?
এ প্রশ্নের জবাব হল অপরাধ-প্রবণতা
কে অপরাধ-প্রবণতা নামক এবস্ট্রাক্ট বানিয়েছে?
এটা আমারও প্রশ্ন
সুতরাং কেন স্রষ্টা এবং মানুষের মাঝে দোজখ?
এ প্রশ্নের জবাব আমার কাছে নেই
আমাকে প্রশ্ন করো না।

কেন মানুষ মানুষকে ভালবেসে আবার দূরে ঠেলে দেয়?
এ প্রশ্নের জবাব হল ভুল বোঝাবুঝি
কে ভুল বোঝাবুঝি নামক এবস্ট্রাক্ট বানিয়েছে?
এটা আমারও প্রশ্ন
তবে কেন মানুষ আর ভালবাসার মাঝে ভুল বোঝাবুঝি?
এ প্রশ্নের জবাব আমার কাছে নেই
আমাকে প্রশ্ন করো না।

কেন মানুষ পৃথিবীতে আসে আবার চলে যায়?
এ প্রশ্নের জবাব হল জন্ম ও মৃত্যু
সুতরাং কেন অনন্ত-জীবনের মাঝে জন্ম এবং মৃত্যু?
এ প্রশ্নের জবাব আমার কাছে নেই
আমাকে প্রশ্ন করো না।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top