Top today
আমার আমি
বেশ অনেকদিন কেটে গেল
তবু আমার আমিকে মেলে ধরতে পারলাম না,
নিজেকে আটকে ফেলেছি সীমাহীন জালে
জালের প্রতিটি ছিদ্র দিয়ে বের হওয়ার আমার অন্তহীন প্রচেষ্টা;
শুভ্র ভাল চেহারার মানুষটার ভিতর
আমার আসল রূপটি অচেতন রয়ে গেল সবার কাছে,
আমার আমি আর সবার ভাবনা-
যেনো এক সমুদ্র ডিফারেন্স।