Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার আমি

: | : ০৯/১২/২০১৩

বেশ অনেকদিন কেটে গেল
তবু আমার আমিকে মেলে ধরতে পারলাম না,
নিজেকে আটকে ফেলেছি সীমাহীন জালে
জালের প্রতিটি ছিদ্র দিয়ে বের হওয়ার আমার অন্তহীন প্রচেষ্টা;
শুভ্র ভাল চেহারার মানুষটার ভিতর
আমার আসল রূপটি অচেতন রয়ে গেল সবার কাছে,
আমার আমি আর সবার ভাবনা-
যেনো এক সমুদ্র ডিফারেন্স।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top