Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একটি খাদ্য বিষয়ক পদ্য

: | : ০৯/১২/২০১৩

দু চামচ বিশুদ্ধ তেল তাতিয়ে নিলে
যখন তুমি সকালে
ভাবছি এবার যাবেই বুঝি হিম
রুটির সাথে ছিল ভাজা আলু
ভালবেসে আনলে তবু
পোঁচ করা ডিম ।

খেতে খেতে পড়লো মনে
লংকা কুঁচি দিয়ে
চিড়ে খেতে লাগে দারুন
ভাজা হলে ঘিয়ে ।

মুড়ি মাখায় থাকে যদি
খাঁটি সর্ষের তেল
ন্যাড়া যাবে বেল তলায়
যতই পড়ুক বেল ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top