Top today
“কত আর?”
কত আর?
পাহাড়সম ভার।
হাঁটুতে ধরেছে ঘুণ।
উৎসাহের বয়স নহে আর তরুণ।
বাঁধের নিচ হয়েছে ফাঁপা খোলস।
সামর্থ্যের গায়ে অনিচ্ছায় ভরা অলস।
ধস নামার গুছানো আয়োজন।
ভাঙ্গনের সাজানো উপকরণ।
ছায়াহীন কালো তিথি।
আলকাতরার লেপন দেয়া তকদীর বিধি।
নীতিবাণী সবি নিষ্ফলা।
ফাঁপা শূন্য গোলা।
নিরস হাহাকার।
অশ্রু বেকার।
কাঁপে না আরশ।
জিদের খুঁটি সরস।
এ যেন দুষ্ট জাদুর নগরী।
শয়তানের কালো ছায়া প্রহরী।
নিষিদ্ধ সভ্যতার ছবি।
পথ হারায় রবি।
কত আর?
এই আঁধার।
কত আর?
এই ভার।
কবে দিবে হুংকার?
কবে হবে অশুভ ছারখার?