Top today
বাবার বনাম স্বামীর
বাবার বনাম স্বামীর
– মোঃ ওবায়দুল ইসলাম।
শেখ হাসিনার বাবার দেশ
খালেদা জিয়ার স্বামীর,
মামার দেশে মামা নাই আজ
জোর বেড়েছে মামীর।
পথে ঘাটে আমরা পুড়ি
ওনাদের কি তাতে,
ওনারা আছেন মহা সুখে
আমরা মরি ভাতে।
দুই জানোয়ার টেনে ছিড়ছে
আমার মায়ের বুক,
আমরা (অবোধ) ছেলেরা আজ
বলল কারে সে দুখ!
দেশটা কারো স্বামীর নয়
নয়তো কারো বাবার,
তোমাদের আজ মহা ঘৃনা
দেশ আমাদের সবার।
থু থু ভরে রব উঠেছে
আজ তোমাদের ‘পরে,
দুর হ সব শয়তানের দল
এই বাংলা দে ছেড়ে।