লাভ এর আসলে ডেফিনেশন কি ?(LOVE বা ভালবাসা নিয়ে লিখা কিছু কথা কিছু গান )
চলন্তিকা এবং প্রথম আলোতে এটি ছিল সম্ভবত আমার সর্বপ্রথম লিখা।ভূলক্রমে লিখাটা এডিট করতে গিয়ে আমি ডিলিট করে ফেলেছিলাম।আজকে আমি চাচ্ছিলাম ফেব্রুয়ারীর লেখায় এর লিন্ক দিতে।তখন এই লিখা খুজে পাইনি।সেইজন্য লিখাটা আবার আজকে পাবলিশ করলাম। কেও কেও সম্ভবত এই লিখাটা পড়েছেন।যারা পড়েননি তাদের জন্য আবার পোষ্ট করলাম।
=====================================================================================
L O V E love (লাভ) মানি কি দুটি মনে জানাজানি তাও বুঝনি
(সিনেমার গান নাম ভুলে গিয়েছি )
Love মানি কি? ধারাবাহিক নাটক হুমায়ুন আহমেদ এর জনপ্রিয় নাটক বহুব্রীহি তে কাদের কে জিজ্ঞাসা করেছিলেন ছোটমামা
কাদের বল তো তোর্ কাছে ভালোবাসাটা কি (চোট মামার মতে তার পরে এ ফ্যামিলি তে দ্বিতীয় বুদ্ধিমান হছে তাদের কাজের ছেলে কাদের)
কাদের এর বক্তব্য ছিল ভালবাসা হছে একটা শরমের বাপার তবে এর দরকার আছে..
মামার হা হয়ে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিলনা
যাই হোক কাদের এখানে মিন করেছে ছেলে মেয়ের অ্যাফেয়ার।
এবার দেখি বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ এর মতে লাভ বা ভালবাসা কি
রবীন্দ্রনাথ এর প্রশ্ন ছিল একই সখী ভালবাসা কারে কয়
সেকি কেবল ই যাতনাময়..সেকি কেবলি চোখের জল
সেকি কেবল ই দুখের শাস
রবীন্দ্রনাথ এর উত্তর হছে
আমার চোখে তো সকলে শোভন সকলি নবীন
সকলি বিমল সুনীল আকাশ সমল কানন বিশদ
জোসনা কুসুম কমল, সকলি আমার মত
তারা কেবলি হাসে কেবলি গায়
বলে হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন না জানে রোদন,
না জেনে সাধের যতনা যতন
যাতনা যত, ফুল সে হাসিতে ঝরে,
জোসনা হাসিয়া মিলায়ে যায়
ভালবাসা আসলে কি ?তোমার জন্য আমার আকুলতা অথবা কপোত কপোতি ডানার আড়ালে পরস্পরের উষ্ণতা খুঁজে ফিরে অথবা সুধু কি রোমিও জুলিয়েট শিরি ফরহাদ, লাইলী মজনু তাদের ভালবাসা ই ভালবাসা অথবা সার্বজনীন যে ভালবাসা।
কেও কেও বলে ভালবাসা বড় না প্রেম বড় . আবার অনেকের জবাব হছে ভালবাসা বড় প্রেমের চেয়ে.।
ভালবাসা বড় না প্রেম বড় আমি যদি বলি সব একই শব্দ বিভিন্ন পরিবেশে হয়ে যায় বিভিন্ন ,প্রেম, ভালবাসা, প্রীতি, আদর, আবেগ সব কিছু আসে একই সোর্স থেকে আমরা আমাদের আবেগ অনূভুতি থেকে যখন কারো জন্য কিছু করি, কারো সাথে আমার সুখ দুখ শেয়ার করি ভালবাসা থেকে করি। মা ভালবাসে সন্তানকে স্নেহ থেকে মমতা থেকে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা ভালবাসে প্রকৃতির নিয়মে শারীরিক মানসিক আকর্ষণ থেকে।ভাই বোন্, বন্দু বান্দবী সবাই ভালবাসে হৃদয়ে র আবেগে অনুভূতির প্রকাশে, সবাই প্রকাশ করতে চাই “তোমাকে আমি কেয়ার করি” আমার এক প্রতিবেশী আছে যে প্রতিদিন ই আমার জন্য কিছু না কিছু রান্না করে. আমাকে ছাড়া সে খেতে পারেনা. সে তার মা বাবাকে যত না ফোন করে আমাকে তার দিগুণ করে, শত সহস্রবার আমার খোজ করে । আমি ও তাকে বিলিয়ে দিতে পারি আমার যে কোনো মূল্যবান জিনিস,দরকার হলে হয়তবা আমার শরীর থেকে রক্ত দিয়ে দিব ।এটা বলছি যে কারণে ভালবাসা হছে সে জিনিস মানুষ তখন আপন পর বিবেচনা না করে সব বিলিয়ে দিতে চায় । ভালবাসার মানুষের কোনো খুত ধরতে আমরা নারাজ ।হোক বা সে যেরকম আমার কাছে সে সোনার মানুষ. ভালবাসা আমাদের কে সবসময় দেয় ভালো কাজ করার অনুপ্রেরণা..দেয় অনুপ্রেরণা ভালোতে বাস করার।
বিশ্ব ভালবাসা দিবসের আলোকে এই ভ্যালেনটাইন মাসে এ আস আজকে আমরা সবাই ভালবাসার এই অপুরূপ বাণীতে উজ্জীবিত হই এক নুতুন দেশ গড়ার সপ্নে, এক নুতুন আমাকে গড়ার সপ্নে, আজ আমরা সবাই ভুলে যাই কি মতবিরোধ আমাদের আছে,ভুলে যাই আমরা সকল হীনতা, দীনতা, যত ক্ষুদ্রতা, নুতুন এক ভালবাসার বাণীতে আমাদের মন প্রাণ আর আমাদের দেশ টাকে পরিচালিত করি । তুমি যেমন ই হও আমি তোমাকে ভালবাসি এটা আসল কথা এটা হতে হবে আমাদের কথা ।সবাই সবার মধ্যে ছড়িয়ে দিলে ই সেটা হবে ভালবাসা, দেশকে ভালবাসা দেশের মানুষকে ভালবাসা,সর্বপরি এটা হবে নিজেকে ভালবাসা।
গাই আমরা রবীন্দ্র নাথ এর মত করে (রবীন্দ্র নাথ এর নিবেদন কবিতা থেকে)
আমার যে সব দিতে হবে সেতো আমি জানি
আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী
তোমারি আনন্দ আমার সুখ দুখ ভরে
আমারে করে নিয়ে তবে নাও যে তোমারি করে।