Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

“অপবাদ মুক্তি”

: | : ১০/১২/২০১৩

যতটুকু অপবাদ দিয়াছ মোরে

একবিন্দু যদি হয় তাহা সত্য।

নরকলোকের বাসিন্দা কর মোরে

মহাবিশ্বের হে একক গেরস্থ।

যতটুকু অপবাদ দিয়াছ মোরে

করিতে হবে তাহা প্রমাণ।

চোয়ালের জোর চলিবে না সেথায়

সাক্ষী সেই অদৃশ্য মহান।

 

বৃহস্পতির তুঙ্গে আছ বলে

আজ হয়তো পেয়েছ পার।

আগামীকালের কথা কে জানে?

প্রাসাদ চূর্ণ হবে অহমিকার।

স্মৃতির সনে বেঈমানি করিয়া

তথ্যের করিয়াছ গরমিল।

সেই তথ্যের আলোকে দোষী করিয়াছ মোরে

তুমি বিবেকহীন আদিল।

 

অভিযোগের যত ফিরিস্তি লইয়া

আমি করিয়াছি তোমায় যত অভিযুক্ত।

যদি ন-পারি প্রমাণ করিতে তা

তবে হব দোজখের অন্তর্ভুক্ত।

 

যদি খারিজ হয় তোমার অভিযোগ

আমি হব অপবাদ মুক্ত।

তবুও আমি করিব না তোমায়

মিথ্যে অভিযোগের দায়ে শাস্তির উপযুক্ত।

শুধু চাই আমি অপবাদ মুক্তি

অন্য কিছু নহে মোর কাম্য।

চাওয়া-পাওয়ার মুখ বন্ধ করিয়াছি

আমি চাই আমার নিষ্পাপ-নিষ্কলঙ্কের দম্ভ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top