Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

আমায় গ্রাস করেছে

: | : ১০/১২/২০১৩

হিমি জান কি তুমি ?

আমি নেই আর সেই মেধাবী ছাত্র
আজিকে আমি সবার গ্রাসের পাত্র
অমাবস্যার ঘোর কালিমা আমায় ডুবিয়ে ধরে
মৃত্যুর কালো ছাঁয়ায় দম আটকে তবু দেয় না ছেড়ে ।

ইচ্ছামত আমায় গ্রাস করছে ।

আমাতে এক ফোটাও মধু নেই
সর্বাঙ্গ পূর্ণতা ভীষণ তিক্তেই
মঞ্জুরী ভেবে কত ভ্রমর গতরে বসে
মধু না পেয়ে রক্ত খায় চুষে চুষে ।
লোনতা স্বাদে বদন পুড়ে কৃষ্ণ হয়
তবুও চুষে করে নিঃশেষ ওরা নির্দয়
শেষে আমার অস্থি মাংস গ্রাস করে
শুধু একা নয় দলবল সহকারে ।

চিত্ত পুলকে গ্রাস করছে ।

এখন আমি সবার ধারে ঠাট্টার পদার্থ
আমি নাকি ধরার বক্ষে একমাত্র অনর্থ
সবাই মোরে লয়ে করে হাসি তামাশা
তাদের বুঝানোর মুখে নেই কোন ভাষা
গৃহে রুদ্ধ থাকি লজ্জায় যাই না বাইরে
ঠাট্টা করে গ্রাস হায়েনার মত কামরে কামরে ।

পরম শান্তিতে গ্রাস করছে ।

পিঁপড়া থু থু মারে মোর গায়
আমি কত নিচ কত অসহায় !
ঝাঁক বেঁধে শকুন বসে দেহপর
মৃত গো ভেবে মারে অজস্র ঠোক্কর
খায় তাজা মাংস
তবুও ব্যথা পাইনা
গ্রাস করেছে মোর সর্বস্ব
তোমার দেয়া যাতনা ।

নরক অনল পাথারে চুবাচ্ছে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top