Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ক্ষমতা চাই

: | : ১০/১২/২০১৩

আমার ক্ষমতা আমি ফিরে পেতে চাই,
আমি প্রজ্জ্বলিত দ্বিমুখি চুলা
জ্বলছি একা,জ্বলব কী একা সদাই !
না, জ্বালাতে তোমাকে ও চাই
আমাদের সে ক্ষমতা আমরা ফিরে পেতে চাই।
আমি ফুটন্ত জলের ঊড়ন্ত বাষ্পকণা
উড়ছি আর আকঁছি ক্ষমতার আলপন।
তুমি হবে জ্বলন্ত চুলার জালানী
পুড়বে,নিজকে করবে ছাঁই
তুমি ছাড়া আরো লাকড়ি আমার চাই ।
আমি জ্বলছি, জ্বালাতে চাই
পুড়ে করতে কয়লা,অঙ্গার-ছাঁই।
আমি কাউকে করিনা পরোয়া
করিনা কভূ ভয়,
আমার ক্ষমতা চাই,আমাদের ক্ষমতা
আমি চাইনা মিছে আদর চাইনা মমতা
আমি ক্ষমতা চাই আমাদের ক্ষমতা নিশ্চয়।
কাঠ-লাকড়ি পুড়ে করিব ভস্ম
আমি ছুটছি যেন লাগামহীন অশ্ম।
যে ক্ষমতার মোহে ওরা আজ অন্ধ
মোরা সেই ক্ষমতা চাইনা, যা বিবেকের জানালা করে বন্ধ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top