Top today
চল এক কাপ চা খাই….
চল চা খাই এক কাপ
খোলা হাওয়ায় বসে
ক্লান্তিহীন কিছুটা সময়
কাটাই রঙ্গে রসে…।
এখানে না! চল ঐ যে দেখছ
মাঠটা সবুজে সবুজে একাকার
পাশের ঐ ঝিলটায় হাঁসগুলো কাঁটছে সাঁতার
আর হচ্ছে পারাপার।
ছায়া নেই মাঝ মাঠে
হউক না তেজ রোদ
দেখ এলোমেলো বায় বয়
রাখবে কি এইটুক অনুরোধ?
হাতে নিয়ে চায়ের কাপ
গল্প গুজবে মাতব আজ,
চলে যায় যাক সময়ের বাস
দিনটি নিয়ে নিক সন্ধ্যার সাজ…
এই যে চা ওয়ালা ভাই…
চা কিন্তু আর এক কাপ চাই
সাথে তুমিও এক কাপ খাবে
মূল্যটা কিন্তু ঠিকই পাবে।
কুটুস কাটুস খাব বাদাম
মুখ সেঁটে থাকবে না লাগাম;
আরে এত কিছু কি ভাব?
চা খেয়েই তবে বাড়ি যাব।
রাখলে রাখতে পারো
চায়ের নিমন্তন্ন,
একটু না হয় কাটালে সময়
শুধু আমার জন্য।