Top today
চাই নাতো আর লাশ
ছেলেটির খুব ইচ্ছে ছিল
রাজনীতিবিদ হবার
ফুটবে হাসি মুখে মুখে
গরীব ধনী সবার।
থাকবে না ভেদ বঞ্চনা আর
দুঃখ যতো আছে,
মনের ভিতর স্বপ্নগুলো
নিত্য দিনই নাচে।
কিন্তু যে হায়! ঝড় এসে এক
সব নিল যে কেড়ে
ছেলেটি হায়! চলেই গেল
এই ইহলোক ছেড়ে।
ঝড় সেতো আর ঝড় শুধু নয়
রাজনীতিরই খেলা
ভয়ে ভয়ে কাটছে সময়
যাচ্ছে কেটে বেলা।
আর কতকাল চলবে এমন
আর কতো চাই লাশ?
ক্ষোভের আগুন বুকের মাঝে
করছে যে হাঁস ফাঁস।
ও হাসিনা, ও খালেদা
থামুন এবার থামুন
দেশ ও দশের কথা ভেবে
চেয়ার ছেড়ে নামুন।
মিলেমিশে রচিত হোক
নতুন ইতিহাস
আমরা জাতি শান্তিপ্রিয়
চাই নাতো আর লাশ।