Top today
দুর্বলের ফরিয়াদ
দুর্বলের ফরিয়াদ
______________
টুনা টুনী পাখি বলে , আমি কেন ছোট,
আমার বাসায় এসে সবাই, আমায় বলে ফোটো ।
হট টিটি টি পাখি বলে, দুর্বল কেন আমি,
অত্যাচারী রুখার শক্তি, দাওনা অন্তর্জামী ।
খাবার খুঁজে আনি আমি,কেড়ে নেয় তা বাজে,
তোমার দুনিয়ায় এ অন্যায়, তুমিই বলো সাজে ?
মুড়গীরা তার বাচ্চা নিয়ে, অতিশয় কষ্টে হায়,
ঈগল কখন ছো মেরে তা, ধরিয়া নিয়া যায় ।
কত রঙ্গের সন্ত্রাসী যে, ধরনীতে আছে,
সবার থেকে পালিয়ে কি, ছোট জীরন বাঁচে?
নিজ যদি পালিয়ে বেড়াই, বউ ঝিদের ধরে,
রাস্তা ঘাটে পেলেই আবার, ঘেড়াও দিয়ে মারে ।
প্রতিবাদ কেউ করে না তার, বেইজ্জতির ভয়ে,
নির্বিবাদে বাঁতে চায় সে, সম্মান টুকু নিয়ে ।
দুর্বলেরা কেঁদে বলে, মোদের কথা শুন ,
সৃষ্টিতো করেছ তুমি, বাঁচতে দাওনা কেন ?
অত্যাচারীর ঘৃণ্য থাবা, ভেঙ্গে কর চুরমার,
ধরা হতে সনত্রাসীদের,করে দাওনা ছারখার । ।