Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

যুক্তির লড়াই

: | : ১০/১২/২০১৩

আমার সবকিছু অযৌক্তিক–

যুক্তিতর্কে নিশ্চয় হারতে পারি

যতই হেরে যাব ততই মনে করব জিত

জ্ঞানহীনের কাছে রাখব না কোনো প্রস্তাব।

 

তাজমহলের সৌন্দর্য কী দেখব না

মর্মরপাথরে গাঁথা প্রেমের রহস্যটা

ট্রয়ধ্বংসের পশ্চাতে যুক্তিটা শোনব না

হেলেনের মতো সুন্দরীর এতটা অভাব!

 

আমাকে যদি কেউ মানুষ বলে না

বলবে কী আর–হিংস্রজানোয়ার?

তার থেকে বড় আমি দস্যুপনার ব্যাঘাত–

যুক্তির লড়াইয়ে ধ্বংসকের শিরোচ্ছেদ।

 

বিবেকবান যদি তুমি এতই হও

বিবেকের কাছে তোমার প্রশ্ন কর–

বিবেক তোমার কী বলে শোন

শোনতে পেলেই তুমি মানুষ।

 

বিচারের কাঠগড়ায় যদি একরত্তি দোষী হই

মুক্তির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির ফরিয়াদ জানাই–

আমার থেকে দানবের শত ব্যবধান

নইলে মানুষ কে আমি–হিংস্রজানোয়ার।

 

৮ জ্যৈষ্ঠ, ১৪১৯–

চট্টগ্রাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top