Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

শীতের রাতে

: | : ১০/১২/২০১৩

 

 

শীতের রাতে একা আমি

দু’ চোখে নেই ঘুম

কেউ যদি দিত যেচে 

নরম বুকের একটু উষ্ণ উম্‌;

তার কপোলে দিতাম আমি

সোহাগ আলোর উষ্ণ ভেজা চুম্‌

শীত নিদ্রায় জড়িয়ে তারে

দিতাম আহা  ভালবাসার ঘুম।…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top