শেষ কথা
দ্বাদশ বছর পর দিয়েছ একটি ফোন
কহিলে মন খুলে কিছু তিক্ত বচন ;
সম্বোধন করিলে মোরে আপনি কহে
সহজেই বুঝেছি সেই তুমি আর নহে ।
নিঠুর তিক্ততার মালঞ্চ পেলাম উপোঢৌকন
আমি দিলাম চিত্তে জমানো প্রীতির ভাষণ ;
এগুলো নাকি আবেগ ? কহিলে হেসে হেসে
এ মৃত্যু যাতনা ভুলে গেলাম লম্বা শ্বাসে ।
আবেগের বয়স কি আছে ? হয়েছে কুড়ি বছর পার
কতনা সহজেই তুমি কহিলে , ভেবেছ কি একবার ;
জীবনের অর্ধ ক্ষণ কাটিল শুধু একাকিত্বে
শুধুই তোমার প্রীতির বীজ বুনে বুনে চিত্তে ।
আজ সেই তুমি কেমনে কহিলে , এমন শক্ত কথা
বেশ ! এতো মোর প্রেমের ফল , সত্যি একটুও পাইনি ব্যথা ;
অতি মাত্রা প্রেম এমনি কষ্টের বিষাক্ত ছোবল হবে ?
জানলে জীবন ভর প্রেম চাষাবাদ করতাম না তবে ।
তুমি আজ মহা ব্যস্ত তাই ছিন্ন করিলে ফোন সংযোগ
অনিচ্ছা সত্ত্বেও করিলাম সকল জ্বালা ভোগ ;
তুমি আমার নেই জেনে হলাম ধন্য
তবুও হাসিব কাঁদিব তোমার জন্য ।